দত্তপুকুরে সৌগত রায়। নিজস্ব চিত্র।
স্থানীয় তৃণমূল নেতাকে নিয়ে একরাশ অভিযোগ। সাংসদকে হাতের কাছে পেয়ে শুনিয়ে দিলেন উত্তর ২৪ পরগনার আমডাঙার দত্তপুকুর এলাকার বাসিন্দাদের একাংশ। বুধবার ওই এলাকায় ‘দিদির দূত’ হয়ে গিয়েছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। তাঁকে স্থানীয় পঞ্চায়েত সদস্য আসুরা বিবির স্বামী আবদুল হাইকে নিয়ে একাধিক অভিযোগ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সব কথা শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সৌগত।
বুধবার সৌগত গিয়েছিলেন দত্তপুকুর-২ পঞ্চায়েতের জয়পুল এলাকায়। সেখানে তাঁকে স্থানীয় বাসিন্দাদের কয়েক জন অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতা আবদুলকে নিয়ে। তাঁদের অভিযোগ, রাস্তাঘাট নির্মাণ, নর্দমা তৈরি, ১০০ দিনের কাজ ইত্যাদি নানা প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন আবদুল। মহম্মদ ইজ়রায়েল মণ্ডল নামে ওই এলাকার এক বাসিন্দা বলেন, ‘‘গত ১৫ বছরে কোনও কাজ করেননি আবদুল হাই। জব কার্ড, ড্রেন, পুকুরের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। পাড়ায় নর্দমা নেই অথচ ওঁর বাড়িতে সুইমিং পুল রয়েছে। প্রয়োজনে আমি দুর্নীতির সব নথি তুলে দেব।’’
আবদুলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সৌগত। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে তাঁর বক্তব্য, ‘‘এগুলি বাজে কথা। পঞ্চায়েতে কোটি টাকা আসে না।’’ আবাস যোজনায় অনেক যোগ্য লোকও ঘর পাননি বলে অভিযোগ উঠেছে। তা নিয়ে সৌগতর দাবি, ‘‘অনেক অযোগ্য লোক ঘর পেয়েছে, এটা বললে তো হবে না। একটা তালিকা করে দিক যে, এই লোকগুলি অযোগ্য। এ কথা মুখে বললে হবে না।’’