TMC

আগে পঞ্চায়েতে চোর সাফ করুন! ‘দূত’ বিমানের কাছে ক্ষোভ উগরে দিলেন বারুইপুরের বাসিন্দারা

বুধবার নিজের নির্বাচনী কেন্দ্র বারুইপুর পশ্চিমের ধপধপি পঞ্চায়েতের মজলিসপুকুর এলাকায় যান বিমান বন্দ্যোপাধ্যায়। সেখানে এলাকাবাসীর একাংশ তাঁর কাছে তুলে ধরেন নানা সমস্যার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১৭:৪৬
Share:

বিমান বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। — নিজস্ব চিত্র।

পঞ্চায়েতে দুর্নীতি চলছে। ‘চোর সাফ’ করুন। ‘দিদির দূত’ হয়ে দলীয় কর্মসূচিতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের কাছে এমনটাই শুনতে হল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি, নানা সরকারি প্রকল্প নিয়ে অভাব অভিযোগের কথাও বিমানকে জানিয়েছেন গ্রামবাসীদের অনেকে। দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে বার্তা দিয়েছেন বিমান।

Advertisement

বুধবার নিজের নির্বাচনী কেন্দ্র বারুইপুর পশ্চিমের ধপধপি পঞ্চায়েতের মজলিসপুকুর এলাকায় গিয়েছিলেন বিমান। সেখানে তাঁকে কাছে পেয়ে এলাকাবাসীর একাংশ তুলে ধরেন নানা সমস্যার কথা। তাঁরা আবাস যোজনা, পানীয় জল, নিকাশী ব্যবস্থা, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা-সহ নানা প্রকল্প নিয়ে অভাব-অভিযোগের কথা তুলে ধরেন বিমানের সামনে। এর মাঝেই আবদুল মোল্লা নামে ওই এলাকার এক তরুণ বিমানের উদ্দেশে বলেন, ‘‘আগে পঞ্চায়েতে চোর সাফ করুন। সুপারভাইজারদের ঘরে জব কার্ড রয়েছে।’’ গাড়িতে ওভারলোডিংয়ের ক্ষেত্রে জরিমানা নিয়েও প্রশ্ন তোলেন আবদুল। ওই তরুণকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বিমান।

পরে বিষয়টি নিয়ে বিধানসভার স্পিকার বলেন, ‘‘যিনি এই অভিযোগ করেছেন তিনিও আইন মেনে চলেন বলে আমার মনে হয় না। তিনি নিজে আইন ভাঙবেন আবার চোখও রাঙাবেন এটা হয় না। আমাদের আইন যা রয়েছে তা মেনে চললে তাঁরও কোনও অসুবিধা হত না।’’ পঞ্চায়েতে দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন তিনি। তাঁর অবশ্য দাবি, ‘‘বারুইপুর পশ্চিমে কোনও দুর্নীতি আছে বলে আমার কাছে খবর নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement