TMC internal conflict

তৃণমূলের নেতার উপরে হামলার ‘চেষ্টা’ দলেরই কর্মীর

ঘোষপাড়া রোডে ওয়ার্ড অফিসের সামনে কয়েক জন কর্মীর সঙ্গে বসেছিলেন তৃণমূল যুব নেতা অমিতকুমার সাউ। সেই সময়ে মন্নু সাউ এক কর্মী তাঁর সঙ্গীদের নিয়ে এসে হামলা চালানোর চেষ্টা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৪০
Share:

ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মীরা রাস্তায় বসে পথ অবরোধ করেন। ফাইল ছবি।

তৃণমূলের এক যুব নেতার উপরে হামলা চালানোর চেষ্টার অভিযোগ উঠল দলেরই এক কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার, ভাটপাড়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের ঘটনা। এর প্রতিবাদে তৃণমূল কর্মীরা রাস্তায় বসে পথ অবরোধ করেন। অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভও দেখান।

Advertisement

অনেকে মনে করছেন, এই ঘটনাকে ঘিরে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

পুলিশ জানায়, এ দিন ঘোষপাড়া রোডে ওয়ার্ড অফিসের সামনে কয়েক জন কর্মীর সঙ্গে বসেছিলেন তৃণমূল যুব নেতা অমিতকুমার সাউ। সেই সময়ে মন্নু সাউ এক কর্মী তাঁর সঙ্গীদের নিয়ে এসে হামলা চালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। এর পরেই দলীয় কর্মীরা পথ অবরোধ করেন।

Advertisement

এমনিতেই ভাটপাড়া, জগদ্দল এলাকায় শাসকদলের গোষ্ঠীকোন্দলের ঘটনা নতুন নয়। বিধায়ক সোমনাথশ্যাম এবং সাংসদ অর্জুন সিংহের বিরোধ দলের অন্দরে চর্চিত। দু’দিন আগেই অর্জুন জগদ্দলের বিধায়কের নাম না করে তাঁকে তুলোধোনা করেছিলেন। সোমনাথও দল বিরোধী কর্মীদের বিরুদ্ধে সরব হয়েছিলেন।

এ দিনের ঘটনা প্রসঙ্গে সোমনাথ বলেন, ‘‘দলে থেকে এমন দল বিরোধী কাজ মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উচ্চতরদলীয় নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement