Dance Group

বিহারে নাচের দল থেকে উদ্ধার কিশোরী, গ্রেফতার যুবক 

৮ ডিসেম্বর গোবরডাঙা থানা এলাকার বাসিন্দা বছর ষোলোর কিশোরী নিখোঁজ হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ০৬:৩০
Share:

—প্রতীকী ছবি

ভাল কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে বিহারে নিয়ে গিয়ে জোর করে অশ্লীল নাচ করানোর অভিযোগে গোবরডাঙা থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করল। রবিবার বিকেলে নদিয়ার আরংঘাটা থেকে প্রশান্ত গায়েন ওরফে সৌরভ নামে ওই যুবক ধরা পড়ে।

Advertisement

৮ ডিসেম্বর গোবরডাঙা থানা এলাকার বাসিন্দা বছর ষোলোর কিশোরী নিখোঁজ হয়ে যায়। ১১ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আরংঘাটা এলাকার বাসিন্দা প্রশান্ত নামে এক যুবকের সঙ্গে মেয়েটির ভালবাসার সম্পর্ক ছিল। অভিযোগ, ওই যুবকই কাজের টোপ দিয়ে মেয়েটিকে বিহারের ভৈরবগঞ্জ এলাকায় নিয়ে যায়। সেখানে তার পরিচিত একটি নাচের দলের সঙ্গে যুক্ত করে দেয় জোর করেই।

ওই তথ্যের ভিত্তিতে গোবরডাঙা থানার পুলিশের একটি দল বিহারে যায়। ২৩ ডিসেম্বর উদ্ধার করা হয় কিশোরীকে। ২৬ ডিসেম্বর কিশোরীকে ট্রানজ়িট রিমান্ডে গোবরডাঙায় নিয়ে আনা হয়। বারাসত জেলা আদালতে কিশোরী গোপন জবানবন্দি দেয়। আপাতত তাকে হোমে রাখা হয়েছে।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়েটি সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। ইদানীং কাজের খোঁজ করছিল। তার বাবা দিনমজুর। লকডাউনে আর্থিক অনটনে পড়েন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement