Swarupnagar Incident

স্বরূপনগরে অনুষ্ঠানবাড়ির খাবার খেয়ে অসুস্থ শতাধিক মানুষ! হাসপাতালে ভর্তি ৫০ জনেরও বেশি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে স্বরূপনগরের কাটাবাগান এলাকার একটি বাড়িতে সামাজিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে খাওয়াদাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

স্বরূপনগর শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৮
Share:

হাসপাতালে চিকিৎসাধীন গ্রামবাসীদের কয়েক জন। —নিজস্ব চিত্র।

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে অনুষ্ঠানবাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ। এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে প্রত্যেকের শারীরিক অবস্থাই স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে স্বরূপনগরের কাটাবাগান এলাকার একটি বাড়িতে সামাজিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গ্রামের বহু মানুষ। ওই অনুষ্ঠানে খাওয়াদাওয়ার পর সন্ধ্যার দিকে অনেকেই অসুস্থবোধ করতে থাকেন। অসুস্থদের পেট ব্যথা, মাথা যন্ত্রণার মতো উপসর্গ ছিল। কারও কারও জ্বর ছিল। বমি, পায়খানা, মাথা যন্ত্রণার উপসর্গ নিয়ে পুরুষ-মহিলা মিলিয়ে কমবেশি ৫০ জনকে স্বরূপনগরের সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

হাসপাতালে চিকিৎসাধীন মোহন বিশ্বাস বলেন, “আমাদের গ্রামের কাটাবাগান এলাকায় একটি বাড়িতে অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে গ্রামের প্রচুর মানুষ যোগ দিয়েছিলেন। আমরা যারা সেই অনুষ্ঠানে যোগ দিই, রবিবার সন্ধ্যার পর তাঁদের শরীরে অস্বস্তি হতে শুরু করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, “প্রাথমিক ভাবে খাবারে বিষক্রিয়ার ফলে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। সকলের চিকিৎসা চলছে। প্রত্যেকের শারীরিক অবস্থাই স্থিতিশীল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement