তখনও জ্বলছে আগুন। — নিজস্ব চিত্র।
বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল বাজার। বুধবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের মুড়িগঙ্গা ২ পঞ্চায়েতের বামনখালি বাজার এলাকায়। দমকলের দু’টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনলেও কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীদের দাবি। তবে হতাহত হওয়ার কোনও ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোর রাতে প্রথম আগুন লাগে বামনখালি বাজারের একটি চায়ের দোকানে। এর পর সেই আগুন ছড়িয়ে পড়ে চায়ের দোকানে থাকা গ্যাস সিলিন্ডারে। এর ফলে ভয়াবহ আকার নেয় আগুন। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। সাগরের বামনখালি বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি রয়েছে কাপড়, খাদ্যসামগ্রী-সহ বিভিন্ন দোকান। আগুন দেখে তা নেভানোর কাজে প্রাথমিক ভাবে হাত দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে একে একে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন।
দমকল কর্মীদের ঘণ্টা চারেকের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুনের জেরে পুড়ে গিয়েছে কয়েকটি দোকান। ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। দমকল প্রাথমিক ভাবে মনে করছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে চায়ের দোকানে।