Murder

অশান্তির জেরে বাবাকে পিটিয়ে খুন দুই ছেলের! অভিযোগ মায়ের বিরুদ্ধেও, নরেন্দ্রপুরে ধৃত তিন

মঙ্গলবারও গুলাম মহম্মদের পরিবারে অশান্তি বাধে। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, তখনই স্ত্রী এবং দুই ছেলের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন গুলাম মহম্মদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৩ ১২:৪১
Share:

বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে। প্রতীকী চিত্র।

সাংসারিক অশান্তির জেরে প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ উঠল দুই ছেলে এবং স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার খুদিরাবাদে। মৃতের নাম শেখ গুলাম মহম্মদ। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃতের স্ত্রী রসিদা বিবি-সহ তাঁর দুই ছেলে শেখ সাবির মহম্মদ এবং শেখ শাহিল মহম্মদকে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কসবা বোসপুকুর এলাকায় থাকতেন শেখ গুলাম মহম্মদ। কয়েক বছর আগে তাঁরা নরেন্দ্রপুর থানার খুদিরাবাদে জায়গা কিনে বাড়ি তৈরি করে বসবাস শুরু করেন। সম্প্রতি তাঁদের সংসারে অশান্তি চলছিল বলে নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবারও গুলাম মহম্মদের পরিবারে অশান্তি বাধে। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, তখনই স্ত্রী এবং দুই ছেলের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন গুলাম মহম্মদ। অভিযোগ, তাঁদের মারে মৃত্যু হয় তাঁর।

বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা জানিয়েছেন, এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement