অযোধ্যার রামমন্দির। —ফাইল চিত্র।
২০২৪ সালের ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন হয়েছিল। ‘রামলালা’র প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের ১১ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের বর্ষপূর্তির অনুষ্ঠান শুরু হয়ে গেল। ইংরেজি ক্যালেন্ডারের হিসাব ধরলে বর্ষপূর্তির ১১ দিন আগে। ১১ জানুয়ারি তারিখটিকেই মন্দিরের ‘প্রতিষ্ঠা দ্বাদশী’ হিসাবে পালন করছেন মন্দির কর্তৃপক্ষ। তবে এই উপলক্ষে ১৩ জানুয়ারি পর্যন্ত মন্দির চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, গ্রেগরিয়ান ক্যালেন্ডার মেনে নয়, বরং হিন্দু তিথি অনুসরণ করেই বর্ষপূর্তির অনুষ্ঠান পালন করা হচ্ছে। গত বছর হিন্দু ক্যালেন্ডার অনুসারে পৌষ মাসের শুক্ল পক্ষের দ্বাদশী তিথিতে রামমন্দিরের উদ্বোধন হয়েছিল। এই বছর ১১ জানুয়ারি সেই ‘পবিত্র’ তিথি পড়েছে।
২০২৪ সালের জানুয়ারি মাসে রামমন্দির উদ্বোধনের দিন কয়েক হাজার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। আমন্ত্রিতের তালিকায় ছিলেন ক্রিকেটার, বলিউড তারকা, গায়ক, শিল্পপতিরা। এক বছর পরে উদ্বোধনের বর্ষপূর্তির অনুষ্ঠানে তেমন জাঁকজমক দেখা যায়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অনুমান ছিল, রামমন্দির উদ্বোধনের পরে হিন্দুত্বের হাওয়ায় লোকসভা ভোটে উত্তরপ্রদেশে ভাল ফল করতে পারে বিজেপি। বাস্তবে অবশ্য তেমনটা হয়নি। উত্তরপ্রদেশে চমকপ্রদ ভাল ফল করে অখিলেশ সিংহ যাদবের সমাজবাদী পার্টি। এমনকি রামমন্দির যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই অযোধ্যাতেই হেরে যায় বিজেপি।