Murder

Murder: দেনার দায়ে মাকে খুন করে আত্মঘাতী ছেলে? সুভাষগ্রামে ঘর থেকে উদ্ধার জোড়া দেহ

ঋণের দায়ে অনটন পরিবারে। তার জেরেই মাকে মেরে ছেলে আত্মঘাতী হয়েছেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সোনারপুর শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪০
Share:

এই বাড়ি থেকে উদ্ধার হয় দেহ। নিজস্ব চিত্র

বন্ধ ঘর থেকে উদ্ধার হল মা এবং ছেলের মৃতদেহ। শনিবার এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার সুভাষগ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম তপতী পুরকাইত (৭০) এবং ছেলে গৌতম পুরকাইত (৪২)। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ঋণের দায়ে জর্জরিত হয়েই মাকে খুন করে আত্মঘাতী হয়েছেন ছেলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৌতমের নামে ওই যুবকের স্ত্রী রাখি দিন কয়েক আগে মগরাহাটে বাপের বাড়ি গিয়েছিলেন। গৌতমও যান সেখানে। তবে বুধবার তিনি বাড়ি ফিরে আসেন। শুক্রবার সকালে তাঁকে শেষ বার দেখতে পান প্রতিবেশীরা। তাঁদের সঙ্গে কথাও হয় তাঁদের। শুক্রবার তাঁর স্ত্রী রাখি এবং সন্তানদের ফেরার কথা ছিল। সন্ধ্যা সাতটা নাগাদ রাখি বাড়িতে ফিরে দেখেন, ঘর অন্ধকার। দরজায় তালা ঝুলছে। এর পর প্রতিবেশীদের ডাকেন তিনি। তাঁরা দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পান, ঘরে পড়ে রয়েছে গৌতমের দেহ। অন্য একটি ঘর থেকে উদ্ধার হয়েছে তপতীর দেহ।

Advertisement

প্রতিবেশী এবং গৌতমের পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেছিলেন। তবে সম্প্রতি তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েন। এমনকি দেনার দায়ে বসতবাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। তার উপর ঋণের জালেও জড়িয়ে পড়েন গৌতম। যার ফলে অনটন চলছিল পরিবারে। তার জেরেই মাকে মেরে গৌতম আত্মঘাতী হন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের৷ পুরো বিষয়টি খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement