Murder

Dead Body: জোড়া খুন মন্দিরবাজারে! পুকুরের পাড় থেকে উদ্ধার হল মহিলা ও শিশুর পচাগলা দেহ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে চাঁদপুর-চৈতন্যপুর এলাকার একটি জমি লাগোয়া জলাশয়ের পাশে দেহ দুটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৬:৫৬
Share:

পুকুর পাড়ে মিলল জোড়া দেহ। প্রতীকী ছবি।

পুকুরের পাড় থেকে উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক মহিলা এবং এক শিশুর পচাগলা দেহ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার চাঁদপুর-চৈতন্যপুর এলাকায়। সোমবার পুলিশ ওই পচাগলা দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, ওই মহিলা এবং শিশুকে খুন করে কাদায় পুঁতে দেওয়া হয়েছিল। তবে উপরের মাটি সরে যাওয়ায় দেহ দু’টি বেরিয়ে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে চাঁদপুর-চৈতন্যপুর এলাকার একটি জলাশয়ের পাশে দেহ দু’টি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, পুকুরের পাড়ে কাদার মধ্যে দেহ দু’টির চাপা দেওয়া ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর পর দেহ দু’টি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

Advertisement

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই দু’জনকে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে আশপাশের এলাকায় গত কয়েক দিনে কেউ নিখোঁজ হয়েছিলেন কি না তারও খোঁজ চলছে। এ দিনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement