প্রতীকী ছবি।
স্বাস্থ্য আধিকারিক থেকে পুলিশ আধিকারিক, শান্তিপুর শহরে রবিবার সকাল পর্যন্ত নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৩ জন। ক্রমশ বাড়তে থাকা সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। নজরদারি এবং সচেতনতার প্রচারের উপর জোর দেওয়া হচ্ছে শহরে। রবিবার পুরসভার তরফে বাজার এলাকায় সচেতনতা প্রচারের পাশাপাশি নজরদারি অভিযান চালানো হয়।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের এক পদস্থ আধিকারিক করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার তাঁর এবং হাসপাতালের এক চিকিৎসকের রিপোর্ট পজ়িটিভ আসে। আগে থেকেই তাঁরা হাসপাতালে যাচ্ছিলেন না বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হাসপাতালের পরিষেবা স্বাভাবিক থাকছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি শনিবারই শান্তিপুর থানার এক পদস্থ আধিকারিকের করোনা রিপোর্ট পজ়িটিভ আসে। তাঁর এক আত্মীয়ের রিপোর্টও পজ়িটিভ এসেছে। দিন কয়েক আগেই শান্তিপুর থানার এক সাব ইনস্পেক্টরের রিপোর্ট পজ়িটিভ আসে। এরপর থানায় কর্মরত অন্য বেশ কিছু কর্মীর নমুনা নেওয়া হয়। শনিবার তাঁদের রিপোর্ট এসেছে। আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। শান্তিপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডে একই পরিবারের তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।