পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে রাজপুর বিদ্যানিধি হাই স্কুলের বুথে সকাল থেকেই উত্তেজনা তৈরি হয়। পুলিশের সামনেই বুথ থেকে সিপিএম, বিজেপি ও নির্দল প্রার্থীর এজেন্টকে বার করে দেওয়া হয় বলে অভিযোগ।
বুথের সামনে উত্তেজনা। নিজস্ব চিত্র
রাজপুর সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে শাসকদলের বিরুদ্ধে তাদের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ তুলল বিরোধীদল ও নির্দল প্রার্থীরা। বুথে ভেতর ঢুকে এজেন্টদের বার করে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন।
পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে রাজপুর বিদ্যানিধি হাই স্কুলের বুথে সকাল থেকেই উত্তেজনা তৈরি হয়। পুলিশের সামনেই বুথ থেকে সিপিএম, কংগ্রেস ও নির্দল প্রার্থীর এজেন্টকে বার করে দেওয়া হয় বলে অভিযোগ।
একই অভিযোগ উঠেছে মহেশতলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের এবং ডায়মণ্ড হারবার পুরসভার ৪, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডেও। বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। তবে পুলিশের হস্তক্ষেপে বুথে বসতে পারেন তাঁরা। সিপিএমের জেলা সম্পাদক শমীক লাহিড়ী বুথ দখলের অভিযোগ করেছেন।