COVID Vaccine

টিকা না পেয়ে ক্ষোভ দেগঙ্গার হাসপাতালে

গ্রামবাসীদের অভিযোগ, গত ৩-৪ দিন ধরে লাইনে দাঁড়িয়েও টিকা পাচ্ছেন না তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দেগঙ্গা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৫:০৬
Share:

টিকা না পেয়ে ক্ষোভ। নিজস্ব চিত্র।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তেই টিকাকেন্দ্রের সামনে মানুষের লাইন দীর্ঘ হয়েছে। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালেও দেওয়া হচ্ছিল কোভিডের টিকা। দেগঙ্গার ১৩টি গ্রাম পঞ্চায়েতের মানুষের টিকা নিতে একমাত্র ভরসা এই হাসপাতাল। কিন্তু টিকা নিতে আসা গ্রামবাসীদের অভিযোগ, গত ৩-৪ দিন ধরে লাইনে দাঁড়িয়েও টিকা পাচ্ছেন না তাঁরা। এই অভিযোগের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, পর্যাপ্ত পরিমান টিকার ডোজ না আসায় লাইনে দাঁড়ানো সকলকে টিকা দেওয়া সম্ভব হচ্ছে না।

Advertisement

বুধবার সকালে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে টিকা নিতে এসেছিলেন বহু মানুষ। সকাল থেকে তাঁরা দাঁড়িয়েও ছিলেন লাইনে। কিন্তু টিকা দেওয়া হবে না শুনেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। তাঁদের অভিযোগ, গত ৩-৪ দিন ধরেই টিকা না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাঁদের। প্রতিবাদে বুধবার হাসপাতাল চত্বরে বিক্ষোভও দেখান তাঁরা।

এ নিয়ে সেখানকার এক স্বাস্থ্যকর্মী বলেছেন, ‘‘জেলা থেকে যে ভাবে টিকা সরবরাহ করা হচ্ছে আমরা পুরোটাই মানুষকে দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে টিকা না আসায় সকলকে দেওয়া সম্ভব হচ্ছে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement