Woman Returns Home

সাতাশ বছর পরে বাড়ি ফিরলেন চানিয়া

ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিয়োর রেডিয়ো ক্লাব সূত্রে জানা গিয়েছে, চানিয়া মানসিক ভাবে অসুস্থ ছিলেন। বাড়ি থেকে মাঝে মধ্যে বেরিয়ে যেতেন। আবার ফিরেও আসতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ০৮:৩৩
Share:

বাড়ি ফিরছেন চানিয়া বিবি। ছবি: নির্মাল্য প্রামাণিক।

প্রায় সাতাশ বছর পরে উত্তরপ্রদেশে নিজের বাড়িতে ফিরলেন বাষট্টি বছরের চানিয়া বিবি। বুধবার সকালে বনগাঁ মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ এবং রেডিয়ো ক্লাবের সদস্য পরিমল রায়ের উপস্থিতিতে চানিয়াকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিয়োর রেডিয়ো ক্লাব সূত্রে জানা গিয়েছে, চানিয়া মানসিক ভাবে অসুস্থ ছিলেন। বাড়ি থেকে মাঝে মধ্যে বেরিয়ে যেতেন। আবার ফিরেও আসতেন। প্রায় সাতাশ বছর আগে এক দিন বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। স্বামী বিস্তর খোঁজখুজি করতে করতে নিজেও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। কিছু দিন আগে বাগদার লোকজন মহিলাকে উদভ্রান্তের মতো ঘুরতে দেখেন।

বাগদা ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২২ মার্চ তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে নাম জানা যায়। বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার কৌশিক ঢল বলেন, "মহিলার পেটে জল জমেছিল। তাঁর চিকিৎসা শুরু হয়। তবে ওঁর পালিয়ে যাওয়ার প্রবণতা ছিল। চোখে চোখে রাখা হয়েছিল।"

Advertisement

হ্যাম রেডিয়োর ওয়েস্ট বেঙ্গল রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগবিশ্বাস বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমাদের ক্লাবের সদস্যেরা একাধিক বার মহিলার সঙ্গে কথা বলেন। উনি বেশ কয়েকটি গ্রামের নাম বলেছিলেন। আমরা খোঁজ নিয়ে জানতে পারি, গ্রামগুলি উত্তরপ্রদেশে। সেই মতো সন্ধান চলে। একটি গ্রামে চানিয়ার পরিবারের সন্ধান মেলে।" ভিডিয়ো কলে চানিয়ার সঙ্গে পরিবারের লোকজনের কথা হয়। তাঁরা চানিয়াকে চিনতে পারেন।

এরই মধ্যে চানিয়া হাসপাতাল থেকে পালিয়ে যান। বনগাঁ স্টেশনে হকারদের সহযোগিতায় রেল পুলিশ তাঁকে ফের হাসপাতালে এনে ভর্তি করেন। বুধবার সকালে চানিয়ার আত্মীয়-পরিজনেরা হাসপাতালে এসে তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়েছেন। সুপার বলেন, "উনি এখন সুস্থ আছেন।"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement