বসিরহাটে জেলাশাসকের অফিসকর্মীর বাড়িতে চলছে তল্লাশি অভিযান। —নিজস্ব চিত্র।
সিবিআই আবারও তল্লাশি চালাল এ রাজ্যে। শনিবার সকালে বসিরহাটের পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের নৈহাটি এলাকায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। সকাল ১০টা নাগাদ নৈহাটি এলাকার বাসিন্দা রজত মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযানে যায় সিবিআইয়ের চার সদস্যের একটি দল। রজত উত্তর ২৪ পরগনার জেলাশাসক অফিসের কর্মী। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে রজতের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, জাতিগত শংসাপত্র জালিয়াতি করারও। সেই সূত্র ধরেই শনিবার সিবিআই তাঁর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে।
সিবিআই সূত্রে খবর, রজতের বাড়ি তল্লাশি চালানোর জন্য বসিরহাট থানায় লিখিত ভাবে আগাম চিঠি জমা দিয়েছিল সিবিআই। জানানো হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে খুব তাড়াতাড়ি বসিরহাট থানা এলাকায় তল্লাশি চালাবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
এর পর পুলিশ সঙ্গে নিয়ে শনিবার সকাল ১০টা নাগাদ রজতের বাড়িতে পৌঁছন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা। তাঁরা রজতের বাড়ির বেল বাজিয়ে সটান ঢুকে যান ভিতরে। এখনও সেই তল্লাশি অভিযান চলছে বলে স্থানীয় সূত্রে খবর। রজতের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী ও বসিরহাট থানার পুলিশ মোতায়েন করা হয়েছে।