ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে নির্যাতনের অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
খাবারের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ১২ বছরের কিশোরীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায়। নির্যাতিতা বিশেষ ভাবে সক্ষম। নির্যাতনের অভিযোগে ওই এলাকার ৫০ বছরের এক ব্যক্তিকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে খাবারের লোভ দেখিয়ে কিশোরীকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান অভিযুক্ত। সেখানে প্রৌঢ় তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। সে সময় নির্যাতিতার কাকিমা দেখে চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়।
এর পরেই পরিবারের লোকজন বুধবার পুলিশের দ্বারস্থ হয়। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে তারা। অভিযোগ পেয়ে বুধবারই প্রৌঢ়কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়েছে। সেখানে তাঁর ৬ দিনের হেফাজতে চেয়েছে গাইঘাটা থানার পুলিশ।