এলঅ্যান্ডটি সংস্থার চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যম। ছবি: সংগৃহীত।
সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার প্রস্তাব দিয়ে সমালোচিত হয়েছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। সম্প্রতি তাঁকেও যেন অতিক্রম করে গেলেন এলঅ্যান্ডটি সংস্থার চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যম। সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করার প্রস্তাব দিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, কর্মীদের রবিবারও অফিস করার প্রস্তাব দিয়েছেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ঘোরাফেরা করছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ইন্ডিয়াকেরিয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে এলঅ্যান্ডটি সংস্থার চেয়ারম্যানকে কর্মজীবনের ভারসাম্য নিয়ে কথা বলতে শোনা গিয়েছে।
তিনি বলেছেন, ‘‘সব কিছু যদি আমার নিয়ন্ত্রণে থাকত তা হলে আমি রবিবারও আমার কর্মীদের কাজ করতে বলতাম। কিন্তু আমি তা পারি না। আমি নিজে রবিবার কাজ করি। বাড়িতে এত ক্ষণ থেকে কী করবে মানুষ? কত ক্ষণ একজন স্বামী তাঁর স্ত্রীর মুখ দেখবেন? একজন স্ত্রীই বা কত ক্ষণ বাড়ি বসে তাঁর স্বামীর মুখ দেখতে পারবেন? তার চেয়ে ভাল হয় সকলে অফিসে গিয়ে কাজ করুন। তাতে জীবনে উন্নতি হবে।’’
আমেরিকায় সপ্তাহে ৫০ ঘণ্টা কাজ করার নিয়ম রয়েছে। অন্য দিকে চিনে ৯০ ঘণ্টা কাজ করার নিয়ম রয়েছে। সুব্রহ্মণ্যম কর্মীদের উদ্দেশে বলেন, ‘‘ক্ষমতার শীর্ষে থাকতে গেলে ৯০ ঘণ্টা কাজ করতে হবে। তাই সকলে মিলে কাজে লেগে পড়ুন।’’ ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এক জন লিখেছেন, ‘‘ব্যক্তিগত জীবন বলে আর কিছু না রাখাই ভাল। সারা দিনরাত অফিসের কাজ করতে করতেই শেষ করে ফেলি নিজেকে।’’