কলকাতা অটো কার্নিভাল ২০২৫
গাড়িপ্রেমীদের জন্য সুখবর! আগামী ১১ জানুয়ারি এবং ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা অটো কার্নিভাল ২০২৫। পূর্ব ভারতের এক স্বতন্ত্র অটোমোবাইল ও মোটর ম্যাগাজিন সংস্থা ‘কলকাতা অন হুইলস’-এর উদ্যোগে আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী এই বিশাল মাপের ইভেন্ট। গাড়িপ্রেমীদের জন্য সারা বছর ধরেই নানা ধরনের আকর্ষণীয় ইভেন্টের আয়োজন করে থাকে এই সংস্থা। এ বছর ‘কলকাতা অটো কার্নিভাল ২০২৫’-এর টাইটেল স্পনসরের ভূমিকায় আছে ‘ন্যাশনাল ইনস্যুরেন্স’।
এই ‘কলকাতা অটো কার্নিভাল ২০২৫’ শুধুমাত্র প্রদর্শনীই নয়, এটি গাড়িপ্রেমী এবং গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত যে কোনও বিষয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করার এক অন্যতম প্ল্যাটফর্ম। এখানে গাড়ি নির্মাতা সংস্থা থেকে শুরু করে তেলের বিপণন সংস্থা, ব্যাঙ্ক, টায়ার নির্মাতা, লুব্রিক্যান্ট প্রস্তুতকারী এবং অন্যান্য অটোমোবাইল সংস্থাগুলি তাদের নতুন পণ্য প্রদর্শনের বিশেষ সুযোগ পাবে।
পাশাপাশি এই ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকছে একাধিক আকর্ষণ। তালিকায় রয়েছে, বর্তমান অটোমোবাইল ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাচক্র, গাড়িপ্রেমীদের জন্য তৈরি বিশেষ মঞ্চ ‘কার আর্ট কম্পিটিশন’, অংশগ্রহণকারীদের নিজের পছন্দমতো গাড়ি সাজানোর ‘কার ক্রাফট কম্পিটিশন’, অটোমোবাইল সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং মজার কিছু মুহূর্ত তৈরি করতে আয়োজন করা হবে গাড়ি সংক্রান্ত ক্যুইজ় ও আড্ডা। এ ছাড়াও পথ নিরাপত্তা বৃদ্ধির জন্যে থাকছে একটি বিশেষ উদ্যোগ, ট্রাফিক সচেতনতার পাঠ।
‘কলকাতা অন হুইলস’-এর এই ‘কলকাতা অটো কার্নিভাল ২০২৫’ গাড়ি শিল্পের জন্য এক সুবর্ণ সুযোগ করে দিচ্ছে। এই কার্নিভাল অটোমোবাইল শিল্পের সমস্ত গুরুত্বপূর্ণ অংশীদারদের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম, যেখানে তারা সম্ভাব্য ক্রেতা ও গ্রাহকদের সরাসরি নিজেদের পণ্য এবং পণ্য বিষয়ক জিনিসগুলি সম্পর্কে জানাতে পারবে।
আপনিও যদি গাড়িপ্রেমী হয়ে থাকেন, তা হলে এই অভিনব উদ্যোগে শামিল হতে সপ্তাহান্তে পৌঁছে যান পার্ক স্ট্রিটের গ্র্যান্ড ডিস্ট্রিক্ট লজ়ে এবং হারিয়ে যান গাড়ির দুনিয়ায়।
অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার অনলাইন।