Dead

Namkhana: রেললাইনের পাশ থেকে উদ্ধার যুবতীর রক্তমাখা দেহ, চাঞ্চল্য নামখানায়

যুবতীর নাম দেবিকা মাইতি। বয়স ২০। নামখানা এলাকার বাসিন্দা দিলীপ মাইতির ছোট মেয়ে দেবিকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫৫
Share:

ফাইল চিত্র।

রেললাইনের পাশ থেকে যুবতীর রক্তমাখা মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনা। বৃহস্পতিবার সকালে নামখানার ভুবননগর রেললাইনের পাশ থেকে ওই দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যুবতীর নাম দেবিকা মাইতি। বয়স ২০। নামখানা এলাকার বাসিন্দা দিলীপ মাইতির ছোট মেয়ে দেবিকা। কাকদ্বীপের একটি শপিং মলে কাজ করতেন তিনি। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, রোজকারের মতো বুধবার সকালে বাড়ি থেকে কাজের উদ্দেশে রওনা দিয়েছিলেন দেবিকা। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। ওই রাতেই বাড়ির লোকজন নামখানা স্টেশনে খুঁজতে যান মেয়েকে। কিন্তু খোঁজ মেলেনি। এর পরেই হঠাৎ পরিবারের কাছে খবর আসে, ভুবননগর রেললাইনের পাশ থেকে দেবিকার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।

মেয়ের দেহ উদ্ধারের পরেই বাবা দিলীপ বারুইপুর জিআরপি থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

Advertisement

মৃতার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কাকদ্বীপ মর্গে। দেবিকার এই অস্বাভাবিক মৃত্যু খুন না কি আত্মহত্যা, তা স্পষ্ট করে জানা যায়নি। তবে ময়নাতদন্তের পরেই সব বোঝা যাবে বলে জানাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement