বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করছে পুলিশ। —নিজস্ব চিত্র।
গ্রাম পঞ্চায়েতে দল জিতেছে। তাই গেরুয়া আবির নিয়ে উৎসবে মেতেছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা। সেই আনন্দ উদ্যাপনের সময়ই পুলিশের দিকে আবির ছোড়ার অভিযোগ উঠল গেরুয়া শিবিরের ওই কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এর পর জমায়েত সরাতে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করলে ছত্রভঙ্গ হয়ে যান তাঁরা। পুলিশের লাঠি থেকে বাঁচতে সামনের একটি পুকুরে ঝাঁপ দিতেও দেখা যায় বিজেপি ওই কর্মীদের। দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর মোকাম বেরিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। যদিও পুলিশের দিকে আবির ছোড়ার অভিযোগ অস্বীকার করেছেন পদ্মশিবিরের কর্মী-সমর্থকেরা।
বিজেপি কর্মী নাসির লস্কর বলেন, ‘‘আমাদের দল জিতেছে। আর তাই আমরা আবির নিয়ে আনন্দ করছিলাম। হঠাৎ পুলিশ আমাদের লাঠি দিয়ে মারতে শুরু করে। আমরা তৃণমূল করি না বলেই আমাদের উপর এই অত্যাচার চলছে।’’
প্রসঙ্গত, রাজ্যের সব জেলাতেই পঞ্চায়েতের ভোটগণনা চলছে। ভোটগণনার দিনও জেলায় জেলায় অশান্তি। মঙ্গলবার নদিয়ার তেহট্টে কেন্দ্রীয় বাহিনীর লাঠির ঘায়ে জখম হলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা। পশ্চিম বর্ধমানের কাঁকসায় তৃণমূল এবং সিপিএমের সংঘর্ষে বেশ কয়েক জন জখম হয়েছেন। উত্তর ২৪ পরগনার বনগাঁয় তৃণমূল এবং বিরোধীদের মধ্যে মারামারি। মাথা ফাটল দুই তৃণমূল কর্মীর। হাওড়ার বালিতে মাথা ফাটল বিজেপি কর্মীর। মুর্শিদাবাদের শমসেরগঞ্জে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে বোমাবাজির অভিযোগ। দু’জন জখম হয়েছেন বলে দাবি। হরিহরপাড়া থানা এলাকায় তৃণমূলের প্রার্থী এবং তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। বীরভূমের নানুরে গণনাকেন্দ্রে যেতে সিপিএম কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার শাসকদলের। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে সিপিএম। অভিযোগ অস্বীকার তৃণমূলের। গণনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে হাওড়া এবং হুগলি জেলাতেও।
রাজ্যে মোট পঞ্চায়েত আসন- ৬৩,২২৯। পঞ্চায়েত সমিতির আসন- ৯,৭৩০। জেলা পরিষদ আসন- ৯২৮। তবে ৯১২টি আসনে গণনা হবে। কারণ ১৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। গ্রাম পঞ্চায়েতে ৬৩,২২৯ আসনের মধ্যে আট হাজার দু’টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৭, ৯৪৪টি আসনে। দু’টি আসনে জয়ী বিজেপি। তিনটি আসনে জয়ী সিপিএম। অন্য প্রার্থীরা জয়ী ৫৩টি আসনে। পঞ্চায়েত সমিতিতে ৯,৭৩০ আসনের মধ্যে ৯৯১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এর মধ্যে তৃণমূল জিতেছে ৯৮১টি আসনে। অন্যেরা জিতেছে ১০টি আসনে।