Firing

Bhatpara firing: ফের ভাটপাড়ায় গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল নেতা, অভিযোগের তির বিজেপি-র দিকে

বিজেপি অবশ্য তৃণমূলের অভিযোগ খারিজ করেছে। পদ্ম শিবিরের পাল্টা দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণেই গুলি চলছে ভাটপাড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২২ ১১:২১
Share:

নিজস্ব চিত্র।

ফের অশান্ত ভাটপাড়া। তৃণমূলের আহ্বায়ক অসীম রায়কে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পান অসীম। দুষ্কৃতীরা অভিযোগ, বন্দুকের বাট দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের তির। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে বাড়ির সামনে টোটো ধরবেন বলে দাঁড়িয়ে ছিলেন অসীম। সেই সময় সাইকেলে চেপে ঘটনাস্থলে উপস্থিত হয় তিন দুষ্কৃতী। তার পর বন্দুক বের করে অসীমকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায়। অসীম হাত দিয়ে বন্দুক ধরে ফেললে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলি লাগেনি দেখে দুষ্কৃতীরা ওই বন্দুকের বাট দিয়ে মাথায় মারে অসীমের। মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। এই সুযোগে চম্পট দেয় দুষ্কৃতীরা।

Advertisement

তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে। বিজেপি অবশ্য তৃণমূলের অভিযোগ খারিজ করেছে। পদ্ম শিবিরের পাল্টা দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণেই গুলি চলেছে ভাটপাড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement