dacoity

ডাকাতির আগেই সাত দুষ্কৃতী গ্রেফতার বারুইপুরে, উদ্ধার ছুরি-সহ একাধিক অস্ত্রশস্ত্র

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে তাঁরা গোপন সূত্রে জানতে পারেন বারুইপুর থানার বলরামপুর এলাকায় ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছেন বেশ কয়েক জন দুষ্কৃতী। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৪
Share:

ডাকাতির ছক কষার অভিযোগে গ্রেফতার। — নিজস্ব চিত্র।

বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। উদ্ধার করা হয়েছে ছুরি এবং ধারালো অস্ত্রশস্ত্র-সহ বিভিন্ন সরঞ্জাম। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে বারুইপুরে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে তাঁরা গোপন সূত্রে জানতে পারেন বারুইপুর থানার বলরামপুর এলাকায় ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছেন বেশ কয়েক জন দুষ্কৃতী। সেই খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, বলরামপুর এলাকায় তল্লাশি চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়। তবে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে অন্ধকারের সুযোগ নিয়ে আরও ৭-৮ জন দুষ্কৃতী চম্পট দেয়। ৭ জনকে ধরা হয়েছে হাতেনাতে। ধৃতদের কাছ থেকে মিলেছে চপার, ভোজালি, ছুরি, লোহার রড এবং তালা কাটার সরঞ্জাম।

পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। যাঁরা পলাতক, তাঁদের সম্পর্কেও খোঁজখবর নিচ্ছে। ধৃতদের বিরুদ্ধে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া, ডাকাতির ছক কষা ইত্যাদি নানা ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement