Nusrat Jahan

নুসরতের উদ্যোগে ঘটা করে নবীনবরণ বসিরহাট কলেজে, থাকলেন বলি-গায়ক মিকা ও মীরের ব্যান্ডেজ

নবীনবরণের প্রস্তুতিতে বেশ কিছু দিন ধরেই ব্যস্ত ছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত। বেশ কয়েক বার কলেজের টিএমসিপি নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৬
Share:

নিজস্ব চিত্র।

পাঁচ বছরেরও বেশি সময় পর ‘নবীনবরণ উৎসব’ পালিত হল বসিরহাট কলেজে। যার উদ্যোক্তা বসিরহাটের সাংসদ ও কলেজের পরিচালন সমিতির সভাপতি নুররত জাহান। বসিরহাট কলেজের ৭৫ বছরের ‘নবীনবরণ’ অনুষ্ঠানে গান গাইলেন মিকা সিংহ। ছিল মীরের ব্যান্ড ‘ব্যান্ডেজ’ও। কলেজ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যার ওই অনুষ্ঠানে অন্তত ২০ হাজার দর্শকের সমাগম হয়।

Advertisement

নবীনবরণের প্রস্তুতিতে বেশ কিছু দিন ধরেই ব্যস্ত ছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত। বেশ কয়েক বার কলেজের টিএমসিপি নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেন তিনি। সেখানে ডাক পেয়েছিলেন বসিরহাট পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র।

কলেজের অনুষ্ঠানে তৃণমূল সাংসদকে সক্রিয় দেখে প্রত্যাশিত ভাবেই কটাক্ষ করছে বিজেপি। তাদের দাবি, এলাকায় কাজের সময় নুসরতকে পাওয়া যায় না। আগামী বছর লোকসভা ভোটে নিজের টিকিটটি বসিরহাট থেকে ‘নিশ্চিত’ করতেই তিনি ‘ময়দানে’ নেমেছেন। তৃণমূলের যদিও পাল্টা দাবি, বিজেপির ‘স্মৃতিশক্তি’ অত্যন্ত দুর্বল। সে কারণেই কিছু মনে রাখতে পারে না গেরুয়া শিবির। নুসরতকে সমস্ত বিষয়েই এলাকার মানুষ কাছে পান বলেই ঘাসফুল শিবিরের দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement