Diamond Harbour

জিমনাস্টিক ক্লাস সেরে ফেরার পথে অটো উল্টে মৃত্যু ৫ বছরের মেয়ের

স্থানীয় সূত্রে খবর, প্রতি রবিবার জিমনাস্টিক শিখতে চৌরঙ্গীতে যেত সাগর ব্লকের বিষ্ণুপুরের বাসিন্দা সৌমিলি জানা। মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা করতেন মা মিঠু জানা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ২৩:০৭
Share:

প্রতীকী ছবি।

জিমনাস্টিক ক্লাস সেরে ফেরার পথে গঙ্গাসাগরে অটো উল্টে মৄত্যু হল ৫ বছরের মেয়ের৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে মাকে ৷ রবিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ঘটনাটি ঘটেছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, প্রতি রবিবার জিমনাস্টিক শিখতে চৌরঙ্গীতে যেত সাগর ব্লকের বিষ্ণুপুরের বাসিন্দা সৌমিলি জানা। মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা করতেন মা মিঠু জানা। রবিবার জিমনাস্টিকের ক্লাস থেকে ফেরার পথে মিশন রোড এলাকায় তাদের অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনায় দু’জনেই গুরুতর আহত হন। স্থানীয়েরাই তাদের উদ্ধার করে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই সৌমিলিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় সাগর কোস্টাল থানার পুলিশ। অটোটি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে অটোচালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার এসডিপিও দীপাঞ্জন চট্টোপাধ্যায় বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement