Road Accident

বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর

লরি বা অন্য কোনও গাড়ির ধাক্কায় তাঁদের বাইকটি রাস্তার ধারে ছিটকে পড়ে বলে মনে করছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ০৩:১৯
Share:

ড্যানিয়েল বাগ এবং রাহুল দে।

রাত ১২টা নাগাদ বাড়ি ফিরতেন দু’জনে। শুক্রবার ফেরেননি। সেই সময়েই বাড়িতে খবর আসে। পুলিশ ফোন করে জানায়, দুর্ঘটনায় জখম হয়েছেন দুই বন্ধু। বাড়ির লোকেরা হাসপাতালে গিয়ে জানতে পারেন, বেঁচে নেই কেউই। এই ঘটনায় হতবাক ব্যারাকপুরের ওই দুই যুবকের পরিবারের লোকজন।

Advertisement

টিটাগড় থানার পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ড্যানিয়েল বাগ (৩০) এবং রাহুল দে (২৮)। ওই দুই বন্ধু প্রতি রাতেই আড্ডা দিতেন। লরি বা অন্য কোনও গাড়ির ধাক্কায় তাঁদের বাইকটি রাস্তার ধারে ছিটকে পড়ে বলে মনে করছে পুলিশ। টিটাগড়ের কয়রাপুর এলাকায় জখম অবস্থায় তাঁদের পাওয়া যায়। কী করে দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে পুলিশও অন্ধকারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ড্যানিয়েল একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। তাঁর বাড়ি ওয়্যারলেস পাড়ায়। রাহুল একটি বিমা সংস্থার এজেন্ট ছিলেন। ব্যারাকপুরের শিউলি এলাকায় বাড়ি তাঁর। দীর্ঘ দিন ধরেই তাঁদের বন্ধুত্ব। কাজ শেষে রোজই সন্ধ্যায় তাঁরা একসঙ্গে আড্ডা দিতেন। শুক্রবার তাঁরা প্রথমে নোনাচন্দনপুকুরে বাজার এলাকায় আড্ডা দেন। রাত সাড়ে ৯টা নাগাদ সেখান থেকে বেরিয়ে তাঁরা ওয়্যারলেস মোড়ে বেশ কিছু ক্ষণ সময় কাটান।

Advertisement

সেই রাতে ওয়্যারলেস মোড় থেকে বেরিয়ে তাঁরা কোথায় যান, সে বিষয়ে তাঁদের অন্য বন্ধুরাও কেউ কিছু বলতে পারেননি। রাত ১১টা নাগাদ টিটাগড়ের কয়রাপুর এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে দু’জনকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। সেখানে তাঁদের বাইকটিও পড়ে ছিল। পুলিশ দুই যুবককে ব্যারাকপুরের বি এন বসু হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাহুল অবিবাহিত। ড্যানিয়েলের স্ত্রী ও দু’বছরের সন্তান রয়েছে। শনিবার বিকেলে তাঁদের দেহ হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। মৃত্যুর খবর জানার পর থেকে দুই এলাকাতেই শোকের ছায়া নেমে এসেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement