rape

কিশোরীকে ধর্ষণে গ্রেফতার অভিযুক্ত মেসো, স্ত্রীর অনুপস্থিতিতে ‘অত্যাচার’ ওই শিক্ষকের!

পুলিশ সূত্রে খবর, বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হওয়ার পর বাবার সঙ্গে আন্দামানে থাকত ওই কিশোরী। তবে সাত মাস আগে উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায় মাসির বাড়িতে চলে আসে সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ১৯:৩০
Share:

নাবালিকার দাবি, ধর্ষণের কথা কাউকে জানালে তাকে খুন করার হুমকিও দেন মেসো। প্রতীকী ছবি।

স্ত্রীর অনুপস্থিতির সুযোগে চোদ্দো বছরের এক কিশোরীকে বার বার ধর্ষণের অভিযোগ উঠল তার মেসোর বিরুদ্ধে। অভিযোগ, মাস সাতেক ধরে মেসোর লালসার শিকার হয়েছে ওই কিশোরী। তার বাবার এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্কুলশিক্ষককে রবিবার গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। সোমবার ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করে আদালত।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হওয়ার পর বাবার সঙ্গে আন্দামানে থাকত ওই কিশোরী। তবে পড়াশোনার সুবিধায় প্রায় সাত মাস আগে উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায় মাসির বাড়িতে চলে আসে সে। তখন থেকে সেখানেই থাকত। অভিযোগ, সে সময় কিশোরীর মাসি আন্দামানে থাকতে শুরু করেন। সে সময় থেকে স্ত্রী অনুপস্থিতির সুযোগে কিশোরীর উপরে একাধিক বার যৌন নির্যাতন চালায় তার মেসোমশাই। গত ৯ তারিখেও অভিযুক্ত তাকে ধর্ষণ করেন বলেও দাবি কিশোরীর।

পুলিশের কাছে ওই নাবালিকার দাবি, ৯ অক্টোবর শোওয়ার ঘরে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে মেসো। এমনকি, এই ঘটনার কথা কাউকে জানালে তাকে খুন করার হুমকিও দেন। যদিও গোটা ঘটনা বাবাকে জানিয়ে দেয় সে।

Advertisement

পুলিশ জানিয়েছে, রবিবার বাগদা থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা। তাঁর অভিযোগ পেয়ে অভিযুক্ত স্কুলশিক্ষককে গ্রেফতার করা হয়। সোমবার ধৃতকে বনগাঁ আদালতে হাজির করে পুলিশ। এর পর ধৃতের ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন করা হলে তা মঞ্জুর করেন বিচারক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement