— প্রতীকী চিত্র।
উত্তরপ্রদেশের লখনউয়ে মা ও চার বোনকে খুনের তদন্ত নয়া মোড় নিল শুক্রবার। ভিডিয়োয় এক পড়শির বিরুদ্ধে বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুললেও তা আগাগোড়াই মিথ্যে ছিল বলে তদন্তকারীরারা জানতে পেরেছেন।
৩০ ডিসেম্বরের ওই ঘটনার পরে অভিযুক্ত আরশাদের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেখানে অভিযুক্ত দাবি করে, তার এক পড়শি তাদের আগরার বাড়ি হাতিয়ে নিয়ে বোনেদের ভিন্ রাজ্যে পাচারের ছক কষেছিল। তাই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সে ও তার বাবা। মা ও বোনেদের যদি কোনও ক্ষতি হয়ে যায়, এই আশঙ্কায় বাবা ও ছেলে মিলে চার জনকে খুনের পরিকল্পনা করে। সেই অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ আগরায় গিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, আরশাদ ও তার বাবার সঙ্গে প্রতিবেশীদের তেমন বনিবনা ছিল না। আরশাদ যে পড়শির বিরুদ্ধে মা ও বোনেদের পাচারের অভিযোগ তুলেছিল, তা-ও সম্পূর্ণ মিথ্যে বলে তদন্তে জানা গিয়েছে বলে দাবি উত্তরপ্রদেশ পুলিশের।
পুলিশ আরশাদের ফোন পরীক্ষা করে জানতে পারে, খুনের পরে আরশাদের যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছিল, তা অনেক আগেই রেকর্ড করা হয়েছিল। আরশাদ ও তার বাবা যে অনেক আগে থেকেই এই খুনের পরিকল্পনা করেছিল, তা এই ভিডিয়ো থেকেই স্পষ্ট বলে দাবি পুলিশের।