দুর্ঘটনার জেরে ব্যাপক দুমড়েমুচড়ে যায় হাওড়ার যুবকদের গাড়িটি। —নিজস্ব চিত্র।
নবমীর সকালে দিঘা বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় হাওড়ার দুই যুবকের মৃত্যু হল। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনার জেরে দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে সাময়িক ভাবে যানজট হয়। পরে পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে মৃতদের পরিবারের সদস্যদেরও খবর পাঠানো হয়।
পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন হাওড়ার আন্দুলের বাসিন্দা শুভজিৎ মুখোপাধ্যায় (৩০) এবং রনজিৎ কোলে (২৮)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মারিশদা থানা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ওই যুবকদের গাড়ি। মারিশদার ভাঁইটগড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তাঁদের বেসরকারি গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। এর জেরে ওই গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই গাড়িচালক এবং তাঁর সঙ্গী যুবক মারা যান।
প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, দিঘা যাওয়ার জন্য হাওড়া থেকে এসেছিলেন ওই দুই যুবক। দুর্ঘটনার সময় গাড়িটি প্রচণ্ড গতিতে যাচ্ছিল বলেই পুলিশ সূত্রে খবর।
এই দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয়। পরে মারিশদা থানার পুলিশ এসে দেহ দু’টিকে সরিয়ে নিয়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
মারিশদা থানার পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে যাওয়ায় ওই এলাকায় চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।