নবমীতেও কলকাতায় বৃষ্টি। ফাইল চিত্র।
সকাল গড়িয়ে দুপুর হতেই কলকাতার আকাশের ভোল বদলাল। নবমীর দুপুরে ঠাকুরদেখার আনন্দে জল ঢালতে ঝেঁপে এল বৃষ্টি। দুপুর ১টার পর কলকাতার নানা প্রান্তে বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে দুর্ভোগে পড়েছেন মণ্ডপমুখী দর্শনার্থীরা।
কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রামেও কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
নবমীর সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ ছিল কলকাতায়। যদিও বেলা গড়ালে যে আকাশে মেঘের আনাগোনা দেখা যাবে, সে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। শেষমেশ সেই পূর্বাভাসই সত্যি হতে চলেছে। সপ্তমী ও অষ্টমীতেও দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও দক্ষিণের জেলাগুলি। নবমীর সকাল থেকেই কলকাতার মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় চোখে পড়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টি হলে দুর্ভোগ বাড়তে পারে। যদিও বৃষ্টিকে হেলায় উপেক্ষা করেই ছাতা মাথায় দিয়ে মণ্ডপমুখী হতে পরোয়া নেই দর্শনার্থীদের, সে ছবি গত দু’দিনেই ধরা পড়েছে।
নবমীতে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।