flood

News of the day: রাজ্যের বন্যা পরিস্থিতি, কমিশনের ভোট গণনা প্রস্তুতি, আজ নজরে আর কী কী

আজ আইপিএল-এ দু’টি ম্যাচ রয়েছে। বিকেল সাড়ে ৩টে নাগাদ মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে দিল্লি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২১ ০৮:৩৩
Share:

ছবি পিটিআই।

একটানা বৃষ্টি এবং জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার একাধিক এলাকা জলমগ্ন। উদ্ধার কাজে কিছু কিছু জায়গায় সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী নামাতে হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বৈঠকে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, মাইথন, পাঞ্চেত, ডিভিসি-র জলাধার থেকে জল ছাড়ার ফলে নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে। এর জেরে রাজ্যের ২২ লক্ষেরও বেশি মানুষ বন্যা কবলিত হয়েছেন। দামোদর, দ্বারকেশ্বর, রূপনারায়ণের জল বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে। ফলে আজ, শনিবার নজর থাকবে ওই সব এলাকার পরিস্থিতির দিকে।

Advertisement

বৃহস্পতিবার ভবানীপুর-সহ রাজ্যের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। আগামিকাল, রবিবার রয়েছে গণনা। ফলে তার আগে আজ গণনার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতিতে গত বিধানসভা ভোটের সময় গণনার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। এ বারও তা হয় কি না সে দিকে নজর থাকবে।

এ ছাড়া আজ নজর থাকবে আইপিএল ম্যাচ, আবহাওয়া ও পঞ্জাব কংগ্রেসের খবরের দিকে। আজ আইপিএল-এ দু’টি ম্যাচ রয়েছে। বিকেল সাড়ে ৩টে নাগাদ মুম্বইয়ের বিরুদ্ধে খেলবে দিল্লি। এবং সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রাজস্থানের বিরুদ্ধে খেলবে চেন্নাই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement