Ranji Trophy

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ আইএসএল-এ এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স-এর খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ০৭:১৫
Share:

ফাইল চিত্র।

ইউক্রেন পরিস্থিতি

Advertisement

রাশিয়ার আশ্বাস সত্ত্বেও মিটছে না ইউক্রেনের সঙ্গে দ্বন্দ্বের পরিস্থিতি। রাশিয়ার সেনা ঘিরে ফেলেছে ইউক্রেন। সে দেশের সীমান্তের ৫০ কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা সেনা নিয়ে চিন্তিত আমেরিকা। এই পরিস্থিতিতে ভারতীয়দের ইউক্রেন ছাড়ার কথা জানিয়েছে সে দেশের দূতাবাস। আজ নজর থাকবে ওই সংক্রান্ত খবরের দিকে।

আইএসএল

Advertisement

আজ আইএসএল-এ এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স-এর খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

রঞ্জি ট্রফি

আজ রঞ্জি ট্রফিতে বাংলা বনাম বরোদার ম্যাচ রয়েছে। এই ম্যাচটি আজ তৃতীয় দিনে পড়ল। সকাল ৯টা আজ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

পুরভোটের আবহে উত্তপ্ত কাঁথি

আসন্ন পুরভোটকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে কাঁথি। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে গন্ডগোল তৈরি হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই নিশানা করে স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তার পর থেকেই দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এই অবস্থায় আজ ফের সেখানে প্রচারে যাচ্ছেন শুভেন্দু। নজর থাকবে সে দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement