Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: ১ বছর পর সংক্রমণের হার নামল ১ শতাংশের নীচে, রাজ্যে দৈনিক আক্রান্ত কমে ৩১৯

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১৩ জনের। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন চার জন আর উত্তর ২৪ পরগনায় পাঁচ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ২২:৪৬
Share:

—ফাইল চিত্র।

রাজ্যে দৈনিক সংক্রমণের হার কমতে কমতে নামল এক শতাংশের নীচে। গত বছর মার্চ মাসে সংক্রমণের হার শেষ বার এক শতাংশের নীচে দেখা গিয়েছিল। দৈনিক আক্রান্তের সংখ্যাও আবার কমে চারশোর নীচে চলে এল। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা দুই জেলাতেই কমেছে নতুন সংক্রমণ। কমেছে দৈনিক মৃত্যুও।

Advertisement

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১৯ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩৮ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলাভিত্তিক তালিকায় শীর্ষে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত ৪১ জন। তাৎপর্যপূর্ণ ভাবে, শুক্রবার রাজ্যে সব জেলাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা পঞ্চাশের নীচে রয়েছে।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১৩ জনের। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন চার জন আর উত্তর ২৪ পরগনায় পাঁচ জন। শুক্রবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন এক হাজার ৩৪৬ জন।

Advertisement

রাজ্যের সংক্রমণের হার কমে হল ০.৯০ শতাংশ। শেষ বার গত বছর ২ মার্চেও দৈনিক সংক্রমণের হার ছিল ০.৯০ শতাংশ। তার পর থেকে গত ৩৫২ দিন ধরে সংক্রমণের হার কখনও বেড়েছে, আবার কখনও কমেছে। কিন্তু থেকেছে এক শতাংশের উপরেই। শুক্রবার আরও কিছুটা কমে বাংলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল সাত হাজার ৭৩৬।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement