Calcutta High Court

News of the day: আদালত অবমাননা প্রশ্নে হাই কোর্টে বিশ্বভারতীর পড়ুয়ারা, শুরু দুয়ারে রেশন, আজ কী কী

দেশের সব রাজ্যের বিধানসভার স্পিকারদের নিয়ে বৈঠকে বসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বেলা ১১টা নাগাদ ওই বৈঠক শুরু হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ০৯:২৮
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে পড়ুয়াদের ‘বিরোধ’ মিটছে না। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে আন্দোলনকারীদের ক্লাসে ফেরানোর বিজ্ঞপ্তি জারি করেছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিন্তু পড়ুয়াদের অভিযোগ, গত ৮ সেপ্টেম্বর উচ্চ আদালত নির্দেশ দিলেও, মঙ্গলবার অর্থাৎ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা ক্লাসে যোগ দিতে পারেননি। এমনকি অনলাইন ক্লাসে প্রবেশ করার জন্য মঙ্গলবার বিকেল পর্যন্ত তাঁদের কোনও লিঙ্কও পাঠানো হয়নি বলে অভিযোগ। ফলে বিষয়টি নিয়ে ফের উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। আজ, বুধবার মামলাটির শুনানি হতে পারে বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে। ফলে নজর থাকবে সে দিকে।
দেশের সব রাজ্যের বিধানসভার স্পিকারদের নিয়ে বৈঠকে বসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বেলা ১১টা নাগাদ ওই বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে আলোচনার প্রধান বিষয়বস্তু, শক্তিশালী গণতন্ত্রের পক্ষে মতপ্রকাশ। সেখানে সব রাজ্যের স্পিকার নিজের নিজের মত জানাতে পারবেন। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার কাজে রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভূমিকা নিয়ে সরব হতে পারেন। আজ ওই বৈঠকে কী হয় নজর রাখা হবে।

Advertisement

বিধানসভা ভোটের আগে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ওই প্রকল্পের পরীক্ষামূলক কাজ শুরু হবে আজ থেকে। জানা গিয়েছে, আজ রাজ্যের প্রায় তিন হাজার ডিলার গ্রাহকদের বাড়িতে গিয়ে রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু করবে‌ন। চলতি মাস জুড়ে চলবে ওই প্রকল্পের কাজ। চোখ থাকবে এই সংক্রান্ত খবরও।

ভবানীপুর আসনে উপনির্বাচনের প্রচার চলছে জোরকদমে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন তৃণমূল, বিজেপি ও বাম প্রার্থীরা। আজও ভোট প্রচারে নামার কথা মমতার। বিকেল ৪টে নাগাদ হরিশ মুখার্জি রোডের গুরুদ্বারে যেতে পারেন তিনি। নজর থাকবে সে দিকেও। এ ছাড়া আজ নজর থাকবে সুপ্রিম কোর্টে পেগাসাস মামলা, বদলির বিরুদ্ধে বিষ খাওয়া পাঁচ শিক্ষিকার মামলা কলকাতা হাই কোর্টে, আফগানিস্তান পরিস্থিতি ও আবহাওয়ার খবরের দিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement