IPL 2022

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ আইপিএলে কলকাতা বনাম হায়দরাবাদের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ০৬:৫৬
Share:

মেট্রোর কাজের জন্য চলছে পরীক্ষা নিরীক্ষা। ছবি পিটিআই।

বৌবাজার চত্বরে মেট্রো রেলের খোঁড়া সুড়ঙ্গ পথে জল ঢুকতে শুরু করায় বিপত্তি ঘটে দুর্গা পিতুরি লেনে। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাড়ি। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রশাসন সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। আজ, শনিবার নজর থাকবে সেই পরিস্থিতির দিকে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

সুতপা-হত্যার ফলো আপ

Advertisement

বহরমপুরের ছাত্রী খুনের ঘটনায় মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে জেরা করে বহু তথ্য পেয়েছে পুলিশ। এখন সকলের বয়ান নিয়ে চার্জশিট পেশ করাই তদন্তকারীদের লক্ষ্য। আজ সেই তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।

দক্ষিণবঙ্গে গরম, উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি এবং পূর্বাভাস

‘অশনি’র প্রভাব কেটে যাওয়ায় এ বার দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু একটু করে বাড়তে পারে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে আগামী কয়েক দিন। আবহাওয়ার খবরের দিকে আজ নজর থাকবে।

গ্রাফিক: সনৎ সিংহ।

দেশের কোভিড পরিস্থিতি

গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে সামান্য বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শুক্রবারের কোভিড বুলেটিন অনুযায়ী, ভারতে এক দিনে নতুন করে দু’হাজার ৮৪১ জন কোভিড আক্রান্ত হয়েছেন। আজ নতুন করে কত জন সংক্রমিত হয় সে দিকে নজর থাকবে।

আইপিএল

আজ আইপিএলে কলকাতা বনাম হায়দরাবাদের খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।

অ-জানাকথা

আজ অ-জানাকথায় অতিথি হিসাবে থাকবেন চিত্রপরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। রাত ৮টায় অনুষ্ঠানটি শুরু হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement