ফাইল চিত্র।
ইউক্রেনের উপর হামলার তীব্রতা ক্রমশ বাড়াচ্ছে রাশিয়া। ইউক্রেনের পূর্ব ও উত্তর সীমান্তের পর এ বার পশ্চিম দিকে বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়া। তার ফলে মৃত্যু হয়েছে অন্তত ৩৫ জনের। আহত হয়েছেন ৫৭ জন। এই অবস্থায় আজ, সোমবার নজর থাকবে ওই পরিস্থিতি উপর।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
আনিস খান হত্যা রহস্য
ছাত্রনেতা আনিস খান হত্যা মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। এর আগে সিট রিপোর্ট জমা দিয়েছিল। তার প্রেক্ষিতেই আজ জবাব দেবে আনিসের পরিবার।
ভোট পরবর্তী হিংসা মামলা
আজ কলকাতা হাই কোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানির রয়েছে। এক মাস পর ফের মামলাটি শুনানির জন্য উঠছে। সাড়ে ১০টা নাগাদ প্রধান বিচারপতির এজলাসে হতে পারে শুনানি।
বিধানসভার অধিবেশন
আগেই বাজেট ঘোষণা হয়েছে। এ বার বাজেটের উপর আলোচনার পালা। আজ বেলা ১১টা থেকে বিধানসভার অধিবেশন বসছে। সেখানে এ বিষয়ে আলোচনা হতে পারে।
গ্রাফিক: সনৎ সিংহ
'নন্দীগ্রাম দিবস'
আজ 'নন্দীগ্রাম দিবস' রয়েছে। তা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে তৃণমূল এবং বিজেপি। নজর থাকবে সে দিকেও।
ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট
আজ ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন। দুপুর ২টো নাগাদ দিনরাতের গোলাপি বলের টেস্টটি বেঙ্গালুরুতে শুরু হবে।
পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট
আজ পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ রয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে করাচিতে শুরু হবে ম্যাচটি।