ফাইল চিত্র।
১৫ দিন পেরিয়ে গেলেও থামার নাম নেই রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। ইউক্রেনের একের পর এক শহরে চলছে লাগাতার বোমা বর্ষণ ও শেল হামলা। রোজই বাড়ছে হামলার তীব্রতা। রাশিয়ার হামলায় প্রতি দিনই মৃত্যু হচ্ছে বহু সাধারণ মানুষের। ইউক্রেনের শহর মারিয়োপোলের মেয়রকে অপহরণ করা হয়েছে বলেও অভিযোগ। এমতাবস্থায় আজ, রবিবার নজর থাকবে ওই পরিস্থিতির দিকে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
কংগ্রেসের বৈঠক
কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে দিল্লিতে। সনিয়া, রাহুল এবং প্রিয়ঙ্কা গাঁধী ইস্তফা দিতে চাইতে পারেন। সেপ্টেম্বরে নির্ধারিত সাংগঠনিক নির্বাচন এগিয়ে আনার ব্যাপারেও সিদ্ধান্ত হতে পারে ওই বৈঠকে। বিকেল ৪টে নাগাদ শুরু হওয়া বৈঠকের উপর নজর থাকবে।
আনিস খান হত্যা রহস্য
ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পরিবারের কাছে সিট রিপোর্ট দেয়নি বলে অভিযোগ। সোমবার হাই কোর্টে মামলাটি ফের শুনানিতে হতে পারে। ফলে তার আগে আজ দেখার, রিপোর্ট হাতে পায় কি না পরিবার।
গ্রাফিক: সনৎ সিংহ।
ভারত বনাম শ্রীলঙ্কার টেস্ট
আজ ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন। দুপুর ২টো নাগাদ শুরু হবে খেলাটি। এই ম্যাচটিও বেঙ্গালুরুতে দিনরাতের গোলাপি বলের টেস্ট।
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টেস্ট
আজ পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন। সকাল সাড়ে ১০টা থেকে করাচিতে ওই ম্যাচটি শুরু হবে।
কলকাতা বইমেলার শেষ দিন
৯ দিন ধরে চলছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আজ মেলার শেষ দিন। ২৩তম বইমেলায় শেষ দিনের বিভিন্ন খবরের দিকে নজর থাকবে।