প্রতীকী ছবি।
আজ, বুধবার টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ রয়েছে। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের খেলা। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ খেলাটি শুরু হওয়ার কথা। এই ম্যাচে যে দল জিতবে তারাই ফাইনালে পৌঁছে যাবে। ফলে আজ নজর থাকবে ওই খবরের দিকে।
মঙ্গলবার কলকাতা ও হাওড়ার পুরসভার ভোটের দিন ক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ফলে এ বার ভোটের লড়াইয়ে নামছে রাজনৈতিক দলগুলি। তাদের প্রার্থী তালিকা থেকে প্রচার সব দিকেই নজর থাকবে।
কলকাতায় ফের অনেকটা বাড়ল করোনা-সংক্রমণের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত মঙ্গলবারের বুলেটিনে অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৭৮৮ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। আগের ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ৬০৩। কলকাতাতেও বেড়েছে দৈনিক সংক্রমণ। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় দৈনিক আক্রান্ত দাঁড়িয়েছে ২০২। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। সংক্রমণের হার কিছুটা কমে দাঁড়িয়েছে ২.১২ শতাংশ। আজ নজর থাকবে ওই সংক্রান্ত খবরের দিকেও।
এ ছাড়া আজ নজর থাকবে আবহাওয়া সংক্রান্ত খবরের দিকেও। তাপমাত্রা কতটা কমল? শীত আসতে এখন কতটা দেরি? নজর থাকবে সে দিকেও।