Mamata Banerjee

News of the day: আজ কি প্রার্থী ঘোষণা করবে তৃণমূল? দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বিজেপি, আজ নজরে কী কী

বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তার পর দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) প্রায় দেড় লক্ষ কিউসেক জল ছেড়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ০৮:৪১
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ভবানীপুরের উপনির্বাচন ছাড়াও বৃহস্পতিবার আরও দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রাজ্যের আরও চারটি কেন্দ্রের উপনির্বাচন রয়েছে সামনে। তার দিন ক্ষণ আগেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওই সব আসনে আজ, শুক্রবার প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে তৃণমূল। ঘাসফুল শিবির সূত্রে এমনটাই জানা যাচ্ছে। ফলে আজ নজর থাকবে ওই সংক্রান্ত খবরে।

Advertisement

একে একে বিজেপি-র সাংসদ-বিধায়করা দল ছাড়ছেন। আরও অনেক বিধায়ক বিজেপি ত্যাগ করতে পারে এমন জল্পনাও চলছে। এমতাবস্থায় দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে পারেন রাজ্য বিজেপি নেতৃত্ব। যদিও দলত্যাগ নিয়ে আলোচনার বিষয়টি তাঁরা উড়িয়ে দিচ্ছেন। আজ দুপুর ১২টা নাগাদ বিধানসভায় বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠকে বসার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর সঙ্গে থাকতে পারেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের মতো প্রথম সারির নেতা। ফলে ওই বৈঠকে বিধায়কদের দলত্যাগ নিয়ে কী বার্তা দেন রাজ্য নেতৃত্ব সে দিকে নজর থাকবে।

দু’দিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তার পর দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) প্রায় দেড় লক্ষ কিউসেক জল ছেড়েছে। এর ফলে দামোদর, কংসাবতী ও শিলাবতী নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। যা আরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার আসানসোলের কয়েকটি জায়গায় বন্যার কারণে উদ্ধার কাজে নামানো হয়েছে সেনা। আজ নজর থাকবে ওই সংক্রান্ত খবরের দিকে।

Advertisement

এ ছাড়া আজ নজর থাকবে ভবানীপুর, শমসেরগঞ্জ, জঙ্গিপুরে ভোটদানের চূড়ান্ত হার, আবহাওয়া ও আইপিএল খেলার দিকে। আজ সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রয়েছে কলকাতা ও পঞ্জাবের খেলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement