KK

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যুর ফলোআপ। ফের অনুব্রতকে তলব সিবিআইয়ের। বিজেপি সভাপতি সুকান্তের সাংবাদিক বৈঠক রয়েছে। আজ নজরে আর যা যা থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০২২ ০৫:৩৯
Share:

ফাইল চিত্র।

মঙ্গলবার সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। ওই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার কেকের মরদেহ কলকাতা থেকে মুম্বই নিয়ে যাওয়া হয়। আজ, বৃহস্পতিবার সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

অনুব্রত মণ্ডলকে তলব

Advertisement

অনুব্রত মণ্ডলকে আবার তলব করেছে সিবিআই। আজ সিজিও কমপ্লেক্সে যাওয়ার তাঁর কথা। তিনি যান কি না, সে দিকে নজর থাকবে।

এসএসসি মামলা

স্কুল সার্ভিস কমিশনের স্কুলে নিয়োগ সংক্রান্ত অভিযোগের পক্ষে তথ্যপ্রমাণ দিতে আজ সিবিআই দফতরে যাবেন কোচবিহারের ববিতা সরকার। তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কী কী তথ্য দিয়ে এলে‌ন সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: সনৎ সিংহ।

সুকান্তের সাংবাদিক বৈঠক

আজ বেলা সাড়ে ১১টায় বিজেপির রাজ্য দফতরে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাংবাদিক বৈঠক রয়েছে। দলের কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে কিছু বলেন কি না তিনি সে দিকে নজর থাকবে।

বগটুই নিয়ে সিপিএমের বিক্ষোভ

বগটুই-কাণ্ডে তদন্ত না এগোনোর অভিযোগে আজ সকাল ১০টায় রামপুরহাটে সিবিআই অফিসের সামনে সিপিএমের বিক্ষোভ কর্মসূচি রয়েছে।

বর্ষার খবর, আবহাওয়ার অন্যান্য খবর

গরমের অস্বস্তি বজায় রাজ্যে। দেখা নেই বর্ষার। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষার জন্য আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

মহারাষ্ট্র, দিল্লি-সহ দেশের সার্বিক কোভিড পরিস্থিতি

টানা আট দিন ভারতে কোভিডে সংক্রমিতের সংখ্যা রয়েছে দু’হাজারের উপরেই। মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও গত ২৪ ঘণ্টায় আবার তা তিন হাজারের কাছাকাছি পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,৭৪৫। শুধু মুম্বইতেই আক্রান্তের সংখ্যা ৫০০-র বেশি। আজ কত সংক্রমণ হয় সে দিকে নজর থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement