viral news of mamba

সাপের সঙ্গেই কাটত দিন, গ্রিন মাম্বার কামড়ে প্রাণ গেল দক্ষিণ আফ্রিকার ‘স্টিভ আরউইন’-এর

সেপ্টেম্বরের শেষের দিকে বিষধর সাপটি কামড়ানোর পর এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন গ্রাহাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৬:০০
Share:

ছবি: সংগৃহীত।

সাপ, সরীসৃপ ও বন্যপ্রাণীদের নিয়ে মেতে থাকতেন বছর ৪৪-এর বন্যপ্রাণ সংরক্ষণকারী। শেষ পর্যন্ত বিষধর সাপের কামড়েই প্রাণ হারাতে হল দক্ষিণ আফ্রিকার ‘স্টিভ আরউইন’ হিসাবে পরিচিত ইউটিউবারকে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আফ্রিকার ভয়ঙ্কর বিষাক্ত সাপ গ্রিন মাম্বার কামড়ে প্রাণ গেল জনপ্রিয় ইউটিউব তারকা গ্রাহাম ‘ডিঙ্গো’ ডিঙ্কেলম্যানের। তাঁর স্ত্রী কার্স্টি জানিয়েছেন, সাপের বিষে গ্রাহামের মারাত্মক অ্যালার্জি ছিল।

Advertisement

সেপ্টেম্বরের শেষের দিকে সাপে কামড়ানোর পর এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন গ্রাহাম। গত ২৬ অক্টোবর বিষক্রিয়াতেই মারা যান এই খ্যাতনামী ইউটিউবার। তাঁর স্ত্রী জানিয়েছেন, সাপটি কামড়ানোর সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোমায় চলে যান এই সমাজমাধ্যম প্রভাবী। দীর্ঘ এক মাস চলে যমে মানুষে টানাটানি। কঠিন লড়াইয়ের পরেও প্রাণ বাঁচানো যায়নি গ্রাহামের।

ইউটিউবে তাঁর অসংখ্য ভিডিয়োয় কুমির এবং বিভিন্ন সাপের সঙ্গে গ্রাহামের নির্ভীক ও স্বতঃস্ফূর্ত ভি়ডিয়ো রয়েছে। ২০১৭ সালের একটি প্রতিযোগিতায় জয়লাভ করার পর দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন গ্রাহাম। ভিডিয়োগুলি বন্য প্রাণীর প্রতি তাঁর গভীর ভালবাসার কথা তুলে ধরেছে। ইউটিউবে তাঁর চ্যানেলের সদস্য চার লক্ষেরও বেশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement