ছবি: এক্স থেকে নেওয়া।
সার বেঁধে রেললাইন ধরে এগিয়ে চলেছে হাতির পাল। এক-আধটা নয়, প্রাপ্তবয়স্ক এবং হস্তীশাবক মিলিয়ে কমপক্ষে ৯৫টি হাতির একটি বিশাল দল পার হচ্ছে রেলপথ। সেই অবাক করা দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে দর্শকদের। সমাজমাধ্যম এক্স থেকে সম্প্রতি সেই ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে। ভারতীয় বন বিভাগের এক আধিকারিক পরভিন কাসওয়ান নিজের এক্স হ্যান্ডল থেকে এই মনোমুগ্ধকর ভিডিয়োটি পোস্ট করেন।
ভিডিয়োয় দেখা গিয়েছে একটি রেললাইন অতিক্রম করছে হাতির ট্রেন। পালের মধ্যে রয়েছে ছোট-বড় সব বয়সের হাতি। তারা সকলেই শৃঙ্খলাবদ্ধ ভাবে রেললাইন পার হচ্ছে। এমনটাই দেখা গিয়েছে ভিডিয়োটিতে। কোনও হুড়োহুড়ি নেই, ঠেলাঠেলি নেই। শিশু হাতিগুলিকে আগলে নিয়ে চলেছে বড় হাতিগুলি। বড়দের সঙ্গে তাল মেলাতে হস্তীশাবকগুলিকে দৌড়তেও দেখা গিয়েছে। তবে এই যাত্রায় কোনও ছন্দপতন ঘটেনি। সব ক’টি হাতি রেললাইন পার হওয়া পর্যন্ত দলের সমস্ত হাতিদের অপেক্ষা করতে দেখা গিয়েছে। সমাজমাধ্যম ব্যবহারকারীরা লিখেছেন, এই প্রেম এবং শৃঙ্খলা পরিবারেই দেখা যায়। আর এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘শেষের জন সকলের রেললাইন পার হওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছে।’’