ছবি : সংগৃহীত।
ওজন মাত্র ৩৩০ মিলিগ্রাম। দাম প্রায় সাড়ে চার লাখ টাকা। বিশ্বের সবচেয়ে ছোট রুবিক্স কিউব তৈরি হল জাপানে। মজা করে বলা হয়, রুবিক্স কিউব হল এমন একটি খেলা, যেটি দু’ধরনের মানুষ খেলে থাকেন। যাঁরা সমাধান করতে পারেন এবং যাঁরা পারেন না। বিশ্বে বহুল প্রচারিত পাজ়লটির এই নয়া সংস্করণ তাক লাগানোর মতোই। বৃহস্পতিবার, বিশ্বের ক্ষুদ্রতম রুবিক্স কিউবের ছবিটি প্রকাশ্যে এসেছে।
জাপানি খেলনা নির্মাতা সংস্থা ‘মেগাহাউস’ ক্ষুদ্রতম রুবিক্স কিউবটি তৈরি করেছে, যা এতই ছোট যে, এটি আঙুলের নখের নীচে আটকে থাকতে পারে। এটি সমাধান করতে চিমটের প্রয়োজন হতে পারে! অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি কিউবটির এক একটি দিকের মাপ ০.১৯ ইঞ্চি। যা একটি প্রমাণ মাপের কিউবের থেকে হাজার গুণ ছোট। প্রায় দু’বছরের চেষ্টার পর এটিকে নিখুঁত আকারের গড়ে তোলা সম্ভব হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। আকারে ছোট হলেও এর দাম নেহাত কম নয়। ভারতীয় মুদ্রায় এর দাম পড়বে প্রায় ৪ লক্ষ ৪০ হাজার টাকা। তবে এখনই এটি হাতে পাওয়া সম্ভব নয় বলেই জানিয়েছে নির্মাতা সংস্থাটি। অনলাইনে আবেদন করার পর আগামী বছরের এপ্রিলে হাতে মিলতে পারে সবচেয়ে খুদে রুবিক্স কিউবটি।