Spooky Video

ঠোঁটের আড়ালে স্পষ্ট শ্বাদন্ত, ঘুমোন কফিনে! ভ্যাম্পায়ার নাকি? তরুণীর ভিডিয়োয় প্রশ্ন

ভিডিয়োটি টিকটকে পোস্ট করেছিলেন লিজ নামের এক তরুণী। সেটি সেখানে ভাইরাল হওয়ার পর ছড়িয়ে পড়েছে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ২১:২৪
Share:

ছবি: এক্স (সাবেক টুইটার)।

মৃত্যুর পর শেষ শয্যা পাতা হয় যে কফিনে, সেখানেই সবচেয়ে আরামের ঘুম ঘুমোতে ভালবাসেন তিনি। এক তরুণীর এমনই স্বীকারোক্তি শুনে হাঁ নেটাগরিকেরা। একটি ভিডিয়োয় তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন, তাঁর শোওয়ার ঘরে একটি সুন্দর পাইন কাঠের কফিন রাখা রয়েছে। সেই কফিনের মধ্যে শুলেই বাইরের জগতের সমস্ত কোলাহল থেকে মুহূর্তে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারেন তিনি। মানসিক শান্তিও পান।

Advertisement

ভিডিয়োটি টিকটকে পোস্ট করেছিলেন লিজ নামের এক তরুণী। সেটি সেখানে ভাইরাল হওয়ার পর ছড়িয়ে পড়েছে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলেও। তাতে দেখা যাচ্ছে ওই তরুণী কফিনের ভিতর শুয়ে দেখাচ্ছেন, কত আরামদায়ক তাঁর বিছানাটি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তিনি যখন কফিনের ভিতরে ঢুকে ঘুমোন তখন ঢাকনাটি খোলাই রাখেন। তা ছাড়া ঢাকনাটি বন্ধ হয়ে গেলেও দম বন্ধ হওয়ার কোনও সুযোগ নেই। কারণ কফিনটি এয়ারটাইট বা বায়ুচলাচল রহিত নয়।

ভিডিয়োর ওই তরুণীর নাম লিজ। টিকটকে তাঁর একটি ডাকনামও আছে— স্যাড স্পাইস। তবে ভিডিয়োয় যখন তিনি এ সব কথা বলছেন তখন তাঁর ঠোঁটের পাশ থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল দু’টি শ্বাদন্ত। যা সাধারণ শিকার করে খাওয়া পশুদের চোয়ালে দেখা যায়। আবার রূপকথায় ভ্যাম্পায়ারদেরও এ ধরনের দাঁত থাকার কথা জানা যায়। ভিডিয়ো দেখে আর তরুণীর ঘুমনোর অদ্ভুত অভ্যাস দেখে তাই নেটাগরিকেরা প্রশ্ন তুলেছেন, ‘‘মেয়েটি ভ্যাম্পায়ার নয় তো’’?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement