viral video of moradabad

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, রাস্তাতেই লুটিয়ে পড়লেন অধ্যক্ষ! সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

সকাল ৯টা নাগাদ একটি মোটরবাইকে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি পিছন থেকে অধ্যক্ষের উপর হামলা চালায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১১:০৪
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

স্কুলেই আসছিলেন অধ্যক্ষ, রাস্তাতেই তাঁকে গুলি করে হত্যা করল দুই দুষ্কৃতী। উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি স্কুলের অধ্যক্ষকে দিনে দুপুরে গুলি করে হত্যা করার সেই দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে। ‘পীযূষ রাই’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে এই ঘটনার সিসিটিভি ফুটেজটি প্রকাশিত হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। মাঝোলা থানার লাকদি এলাকায় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। গুলি করার পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে এক বন্দুকধারীর মুখ দেখা যাচ্ছে, অন্য জন হেলমেট পরা।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে নিহত অধ্যক্ষের নাম শাবাব-উল-হাসান। তিনি তাঁর স্কুল সাই বিদ্যা মন্দিরের দিকে হেঁটে যাচ্ছিলেন। একটি মোটরবাইকে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি পিছন থেকে হামলা করে। দুই ব্যক্তির এক জন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁর মাথায় গুলি করেন, গুলি লাগতেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের বাসিন্দারা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা অধ্যক্ষকে মৃত ঘোষণা করেন। তবে এই হামলার নেপথ্যে কারণ কী তা সঠিক জানা যায়নি। পুলিশ জানিয়েছে খুনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, চার মাস আগে স্কুলেরই এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শাবাব-উল-হাসানের বিরুদ্ধে মামলা হয়। নিহত ছাত্রের পরিবার অধ্যক্ষ হাসানের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ এনে এফআইআর দায়ের করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে সেই ঘটনার যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement