Bizarre Street Food

ইতালির পাস্তায় ভারতীয় ‘টুইস্ট’! রেসিপির বহর দেখে ধন্ধে খাদ্যরসিকেরা

ছাস হল ‘বাটার মিল্ক’। সাধারণত মাখন মথন করার পর যে দুধের মতো তরল পরে থাকে তাকেই বলা হয় ছাস বা বাটার মিল্ক। সাধারণত গরমের দেশে এই তরল খাওয়া হয় বেশি। কারণ ছাস শরীরকে ঠান্ডা রাখে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৪ ১৪:৪৬
Share:

ছবি : ইনস্টাগ্রাম।

ইতালির খাবার। তবে তাকে অনেক আগেই নিজের মতো করে গড়ে পিটে নিয়েছেন ভারতীয়রা। ইতালির পাস্তা ভারতে এসে কখনও হয়েছে চিকেন টিক্কা পাস্তা তো কখনও পাস্তা মশালা। তবে এই সব বদল হয়েছে পাস্তা তৈরির প্রাথমিক আওতার মধ্যে থেকেই। সম্প্রতি সেই সব সীমারেখার পরোয়া না করেই এক নতুন ধরনের পাস্তা বানিয়েছেন এক রাস্তার ধারের খাবার বিক্রেতা। তাঁর পাস্তা তৈরির কায়দা দেখে খাদ্যপ্রেমীরা ধন্ধে। তাদের ধারণা এই পাস্তা দেখতে ভাল হলেও খেতে হয়তো ভাল হবে না।

Advertisement

গুজরাতের সুরতের একটি রাস্তার ধারের খাবারের দোকানে এই পাস্তা বানানোর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে সুরতের ওই খাবারের দোকানটির নাম ‘শ্রী সাঁই ওম ম্যাগি সেন্টার’। যদিও ম্যাগির পাশাপাশি পাস্তাও পাওয়া যায় দোকানটিতে। তবে এই দোকানের স্পেশ্যাল পদ হল ‘ছাস পাস্তা’।

ছাস হল ‘বাটার মিল্ক’। সাধারণত মাখন মথন করার পর যে দুধের মতো তরল পরে থাকে তাকেই বলা হয় ছাস বা বাটার মিল্ক। সাধারণত গরমের দেশে এই তরল খাওয়া হয় বেশি। কারণ ছাস শরীরকে ঠান্ডা রাখে। আবার অনেক সময় মাংসকে রান্নার আগে ছাসে ডুবিয়ে রাখা হয় নরম এবং স্বাদু হওয়ার জন্য। অনেক সময় রান্নাতেও ব্যবহার করা হয় এই ছাস। তবে ছাস দিয়ে পাস্তা তৈরির কথা আগে শোনা যায়নি।

Advertisement

সুরতের ওই দোকানে দেখা যাচ্ছে রেডিমেড পাস্তায় ছাস ঢেলে রান্না করা হচ্ছে। ভিডিয়ো দেখার পর তাই খাদ্যরসিকেরা ধন্ধে এই নতুন উপকরণ ইতালির পাস্তার চিরচেনা এবং প্রিয় স্বাদ বদলে দেবে না তো?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement