ছবি: এক্স থেকে নেওয়া।
বহুতল আবাসনের ছ’তলার বারান্দায় দাঁড়িয়ে ইনস্টাগ্রামে রিল বানাচ্ছিলেন। পা পিছলে সেখান থেকে একেবারে নীচে পড়ে গেলেন তরুণী। মঙ্গলবার গাজ়িয়াবাদের একটি আবাসনের ঘটনা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বারান্দায় একটি টুলের উপর দাঁড়িয়ে রিল বানাচ্ছিলেন ওই তরুণী। এমন সময় তাঁর হাত থেকে ফোন ফস্কে যায়। ফোন বাঁচাতে গিয়ে তিনি ছ’তলা থেকে সটান নীচে রাখা ফুলের বাগানে পড়ে যান। বাগানের কাদামাটি নরম হওয়ায় তরুণী প্রাণে বেঁচে গেলেও তাঁর ডান পায়ে গুরুতর চোট লেগেছে। কপালেও আঘাত পেয়েছেন তিনি। পুরো ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, আবাসনের নীচে শুয়ে কাতরাচ্ছেন ওই তরুণী। কাঁদতে কাঁদতে বার বার মা-বাবাকে ডেকে দেওয়ার কথা বলছেন। তাঁকে ঘিরে অনেকের জটলা। এর পর ওই তরুণীকে ধরাধরি করে অ্যাম্বুল্যান্সে শুইয়ে দেন স্থানীয়েরা।
পুলিশ জানিয়েছে, ১৬ বছরের ওই তরুণীর নাম মনীষা। তিনি গাজ়িয়াবাদের ইন্দিরাপুরমের বাসিন্দা। একাদশ শ্রেণির ছাত্রী। ঘটনা প্রসঙ্গে ইন্দিরাপুরমের সহকারী পুলিশ কমিশনার স্বাধীনকুমার সিংহ বলেন, ‘‘মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। তরুণীকে ইন্দিরাপুরমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।’’
প্রসঙ্গত, ভাইরাল ওই ভিডিয়ো সমাজমাধ্যমে ব্যাপক হইচই ফেলেছে। রিল বানানোর নেশা মানুষের জীবনে কী ভাবে বিপদ ডেকে আনতে পারে, তা নিয়ে মন্তব্যও করেছেন অনেকে।