viral video

প্রিয় মানুষের আদরে ভাগ! তরুণের ঘাড়ে লাফিয়ে আঁচড়ে ফালা ফালা করল ‘নায়লা’

ভিডিয়োয় দেখা গিয়েছে তিন তিনটে বিশাল সিংহীর আদরের ঠেলায় অস্থির হয়ে গিয়েছেন ওই যুবক। তার মধ্যে একটি সিংহীর নাম নায়লা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৩:০৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বলা হয় আদরের ভাষা বোঝে বনের পশুরাও। ভালবাসার পরিবর্তে ভালবাসা জাহির করতে জানে তারাও। সেই ভালবাসা বা আদরের বহিঃপ্রকাশও তাদের স্বভাবের মতোই বন্য। সেই সব বন্যপ্রাণীদের আদর বা ভালবাসাই অনেক সময় অত্যাচার বলে মনে হতে পারে। এমনটাই ঘটেছে এক বন্যপ্রাণী সংরক্ষণকারী ব্যক্তির ক্ষেত্রে। বন্যপ্রাণ নিয়ে কাজ করতে গিয়ে প্রায়শই তাঁকে ভোগ করতে হয় আদরের অত্যাচারও। সেই ভিডিয়োই সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। নেচার ইজ় অ্যামেজিং নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে সেই তরুণকে। যিনি উন্মুক্ত প্রকৃতির বুকে হিংস্র পশুদের সঙ্গে দিব্যি খেলা করছেন। ভিডিয়োটি সম্ভবত আফ্রিকার কোনও অরণ্যে ক্যমেরাবন্দি করা হয়েছিল। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে তিন তিনটে বিশাল সিংহীর আদরের ঠেলায় অস্থির হয়ে গিয়েছেন ওই যুবক। তার মধ্যে একটি সিংহীর নাম নায়লা। সেটিই সবচেয়ে দুষ্টু, এমনটাই বলতে শোনা গিয়েছে ওই তরুণকে। ভিডিয়োয় দূর থেকে একটি সিংহকে হেঁটে আসতে দেখা গিয়েছে। এসেই সে ওই তরুণের গায়ে ঝাঁপিয়ে পড়ে তাকে আদরে ভরিয়ে দেয়। থাবার এক ঘায়ে গাল কেটে রক্ত পড়তে থাকে তাঁর। এখানেই শেষ নয়, যুবকের দেহে অসংখ্য নখের আঁচড়ের দাগ দেখা গিয়েছে ভিডিয়োয়। এমনকি আদরের চোটে ওই যুবকের কান কেটে ঝরঝর করে রক্ত বেরোতে দেখা গিয়েছে। শুধু আদর নয়, অন্যান্য সিংহ বা সিংহীর সঙ্গে নায়লার লড়াই থামাতে গিয়েও অনেক বার আহত হতে হয়েছে তাঁকে। কারণ নায়লা চায় না, তার প্রিয় মানুষের আদরে অন্য কেউ ভাগ বসাক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement