(বাঁ দিকে) ফিদেল কাস্ত্রো। জো বাইডেন (ডান দিকে)। —ফাইল চিত্র।
অবশেষে কিউবাকে ‘সন্ত্রাসবাদে মদতদাতা রাষ্ট্রে’র তালিকা থেকে বাদ দিতে চলেছে আমেরিকা। ফিদেল কাস্ত্রোর প্রয়াণের ন’বছর পরে। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে।
বুধবার আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ওভাল অফিস থেকে বিদায়ী ভাষণ দেবেন বাইডেন। তার আগে তাঁর এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। ঘটনাচক্রে, তিনি ‘কিউবা-বিরোধী’ হিসেবে পরিচিত।
ওয়াশিংটনের তরফে ওই ঘোষণার কিছু ক্ষণ পরেই হাভানা সে দেশে নানা অপরাধে আটক ৫৫৩ বন্দিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে। এঁদের অনেককেই ‘আমেরিকাপন্থী’ এবং ‘সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণকারী’ হিসাবে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছিল। প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রেগনই প্রথম কিউবাকে ‘সন্ত্রাসবাদে মদতদাতা রাষ্ট্রে’র তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন। এর পর প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ওই তালিকা থেকে সমাজতান্ত্রিক দ্বীপরাষ্ট্রটির নাম বাদ দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৬ সালে ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় এসে কিউবাকে ফের ‘সন্ত্রাসবাদে মদতদাতা রাষ্ট্রে’র তালিকাভুক্ত করেন।