বিরাট কোহলি। — ফাইল চিত্র।
গৌতম গম্ভীরের হুঁশিয়ারির পর ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার ধুম লেগেছে। যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, শুভমন গিল-সহ অনেকেই খেলতে পারেন রঞ্জির পরের রাউন্ডে। তবে সম্ভাব্য তালিকায় নাম থাকলেও রঞ্জি খেলা নিশ্চিত নয় বিরাট কোহলির। ছোটদের উদাহরণ দেখিয়ে কোহলিকে বার্তা দিলেন দিল্লি ক্রিকেট সংস্থার এক কর্তা।
রঞ্জি ট্রফিতে এর পর সৌরাষ্ট্রের বিপক্ষে খেলবে দিল্লি। সম্ভাব্য তালিকায় কোহলি ছাড়াও ঋষভ পন্থের নাম রয়েছে। পন্থ খেলবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। তবে কোহলি কিছু বলেননি।
দিল্লি ক্রিকেটের সচিব অশোক শর্মা এক ওয়েবসাইটে বলেছেন, “কোহলির নাম সম্ভাব্য তালিকায় রয়েছে। পন্থ জানিয়ে দিয়েছে যে দলে জায়গা পেলে ও খেলবে। মুম্বইয়ের ক্রিকেটারদের থেকে শিক্ষা নিয়ে কোহলির উচিত দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা। যখন সময় পাবে তখন খেলুক। মুম্বইয়ের ক্রিকেট সংস্কৃতি খেয়াল করে দেখুন। সময় পেলেই জাতীয় দলের ক্রিকেটারেরা রঞ্জি ম্যাচে খেলে। উত্তর ভারতে, বিশেষত দিল্লিতে এই প্রথা নেই।”
এ ব্যাপারে বোর্ডের নির্দেশের কথাও তুলে ধরেছেন অশোক। বলেছেন, “বোর্ড সবাইকেই ঘরোয়া ক্রিকেটে খেলতে বলেছে। আমার মতে, অন্তত একটা ম্যাচ খেলা উচিত বিরাটের।”
তবে দিল্লি ক্রিকেটের সভাপতি রোহন জেটলি জানিয়েছেন, বাকি বিষয়গুলিও মাথায় রাখা উচিত। তিনি বলেছেন, “কোহলির খেলা উচিত মানছি। তবে আরও কিছু বিষয় রয়েছে। ওরা যে পরিমাণ ক্রিকেট খেলে তাতে ফিটনেসের শীর্ষে থাকতেই হবে। আশা করি সেটা মাথায় রাখা হবে।”