নীরজ চোপড়া এবং মনু ভাকের। —ফাইল চিত্র ।
দেখা হল। কথাও হল প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী দুই ভারতীয় ক্রীড়াবিদ নীরজ চোপড়া এবং মনু ভাকরের মধ্যে। আর সেই সেই কথোপকথন নিয়েই উচ্ছ্বসিত দুই ক্রীড়াবিদের অনুরাগীরা। সম্প্রতি অলিম্পিক্সে অংশ নেওয়া ক্রীড়াবিদদের একে অপরের সঙ্গে আলাপের ব্যবস্থা করা হয়। সেখানেই কথা হয় পদকজয়ী দুই ক্রীড়াবিদের। নীরজ এবং মনু যখন কথা বলছিলেন, সেই মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে। ভাইরালও হয়েছে দুই চ্যাম্পিয়নের কথোপকথনের ভিডিয়ো (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
সংবাদমাধ্যম ‘ওয়ান ইন্ডিয়া’ পোস্ট করা ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছেন মনু এবং নীরজ। মনু কিছু বলছেন। সেই কথা মন দিয়ে শুনছেন নীরজ। এর পর আবার উত্তরে মনুকে কিছু বলেন নীরজ। যদিও তাঁরা কী নিয়ে কথা বলছেন তা স্পষ্ট নয়। যদিও সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশের মতে, পরবর্তী অলিম্পিক্সে সোনা কী ভাবে জিতবেন, তা নিয়ে কথা বলছেন দু’জনে। এক এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী লিখেছেন, ‘‘ওঁরা হয়তো আগামী অলিম্পিক্সে ভারতের জন্য সোনা কী ভাবে জিততে হবে তা নিয়ে কথা বলছেন।’’
এর পাশাপাশি, আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে মনুর মায়ের সঙ্গে কথা বলতে দেখা দিয়েছে নীরজকে (সেই ভিডিয়োটিরও সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন মনু। জ্যাভলিন ছুড়ে রুপো জিতেছেন নীরজ।